তৃনমূল কংগ্রেসের শ্রীচন্দা অঞ্চল কমিটির কর্মী সম্মেলন

জাকির হোসেন সেখ, উস্থি, দঃ ২৪ পরগণা । ৯ ফেব্রুয়ারি ২০১৯

    মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীচন্দার মহেন্দ্রনাথ মেমোরিয়াল হাই স্কুল মঞ্চে অনুষ্ঠিত হলো শ্রীচন্দা অঞ্চল তৃনমূল কংগ্রেসের কর্মী সম্মেলন। লোকসভা ভোটের আগে ব্লকনেতা ও বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রতিটি অঞ্চলে কর্মী সম্মেলন করে কর্মীদের চাঙ্গা করে রাখতে চাইছেন।
    আজকের কর্মী সম্মেলনে ৫০০ জন প্রতিনিধির উপস্থিত হয়েছিলেন। সকালের প্রাতরাশ থেকে দুপুরের লাঞ্চ পার হয়ে বিকেলের চা পান, কোনো আয়োজনে ত্রুটি রাখেননি যুবনেতা তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মুজিবর রহমান মোল্লা।

    সম্মেলনে শুরু থেকে শেষ অবধি উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী মাননীয় গিয়াসউদ্দিন মোল্লা। এই বিধানসভা কেন্দ্রের নেতা হিসেবে তিনিই শেষ কথা। এলাকার উন্নয়নে মানুষ যারপরনাই খুশি।
    সম্মেলনে এদিন তিনি বলেন, আমার বিধানসভা কেন্দ্রে ৯৫ শতাংশের মত উন্নয়ন হয়েছে বলা যায়। এখন শুধু মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি আর গেরুয়া স্বৈরতান্ত্রিকতার ব্যাপারে বেশি করে সচেতন করতে হবে।

    সম্মেলনে উপস্থিত ছিলেন মগরাহাট ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি মিনুফা বেগম, সহঃ সভাপতি মানবেন্দ্র মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য মজিবুর রহমান মোল্লা সহ তৃনমূলের বহু বরিষ্ট নেতৃত্ব।