|
---|
নাজিবুল্লাহ রহমানি, বসিরহাট। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেভ গ্রীন সেভ ক্লিন অর্থাৎ সবুজের অভিযান কর্মসূচির মাধ্যামে সবুজ সংরক্ষণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য বিড়লা তারামণ্ডল থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এই কর্মসূচি রাজ্যের প্রতিটি ব্লকে করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সেইমতো এ দিন বেলা বারোটা নাগাদ বসিরহাট দু নম্বর ব্লকের বিডিও মধুমিতা ঘোষের নেতৃত্বে সবুজ বাঁচাও কর্মসূচি গ্রহণ করা হয়। প্রথমে স্কুলের ছাত্র-ছাত্রী, জনসাধারণ ও ব্লকের সমস্ত সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে রঘুনাথপুর থেকে এক কিলোমিটার পদযাত্রা শেষে নতুন এসডিও বিভেক ভানসা,বিদায়ী এসডিও সুপ্রিয় দাস,বিডিও মধুমিতা ঘোষ, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ সৌমেন মন্ডল নিজে হাতে চারা গাছ রোপণ করেন। এছাড়াও পরিবেশকে রক্ষা করার জন্যে কি কি করণীয় এ বিষয়ে বক্তব্য দেন সকলে।এসডিও বিভেক ভানসা সাংবাদিকদের বলেন প্রতিটি বাড়িতে চারা গাছ লাগিয়ে যত্ন নিয়ে বড় করলে আগামী দিন পরিবেশের ভারসাম্য আরো উন্নতি হবে এবং মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি বর্তমান সময়ে অত্যন্ত যুগ উপযোগী এবং তিনি আরো বলেন একটি গাছ একটি প্রাণ এই স্লোগান নিয়ে যদি আমরা জনসচেতনতা বাড়াতে পারি তাহলে আগামী দিন আমাদের চারপাশের পরিবেশ আরো উন্নতি হবে বলে আমি মনে করি।
এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দু নম্বর ব্লকের সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিগণ। আমরা এবার শুনে নেব এসডিও এবং বিডিও কি বল্লেন।