|
---|
সেখ আজফার হোসেন , বেলিয়াতোড় : বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে কেন্দ্রের বি জে পি সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।২২শে জানুয়ারি মঙ্গলবার বিকেল তিনটায় বেলিয়াতোড় কলেজ মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। এ দিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় রাজীব বন্দোপাধ্যায় ও শ্যামল সাতরা। এ ছাড়াও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসে সভাপতি অরূপ খাঁ, বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষাল, বিধায়ক শম্পা দরিপা, বিধায়ক সমীর চক্রবর্তী, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত, প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়, শিবাজী বন্দোপাধ্যায় প্রমুখ। এ দিনের প্রতিবাদ সভায় রাজীব বন্দোপাধ্যায় সহ সকল বক্তা তাদের বক্তব্যে কেন্দ্রের বি জে পি সরকারের জন বিরোধী নীতির সমালোচনা করে বক্তব্য রাখেন।