|
---|
সেখ আজফার হোসেন, বাঁকুড়া : বাঁকুড়ায় পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সুভাষ উৎসব। রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগ এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ ২৩ শে জানুয়ারি বুধবার সকাল সাড়ে আটটার বাঁকুড়া প্রতাপবাগান রামকিঙ্কর যুব আবাস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে এই উৎসবের সুচনা হয়। পদযাত্রার অংশ গ্রহণ করে জেলার বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্র ছাত্রী ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অরুনাভ মিত্র সহ জেলার আধিকারিকরা। মূল অনুষ্ঠানটি শুরু হবে বিকাল তিনটায়।