|
---|
প্রতিনিধি – আজিজুর রহমান,গলসি : গলসির পুরসা গ্রামে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করা হল। গ্রামের সমাজসেবীদের উদ্দ্যোগে ওই শিবিরটি করা হয়। আয়োজক কমিটির সদস্য সেখ লালন জানান, তাদের এদিনের শিবিরে ৫২ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেদ। শিবিরে সংগ্রহ রক্ত তারা শিবশঙ্কর সেবা সমিতির হাতে তুলে দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রচন্ড দাবদাহে হাসপাতালের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট মেটাতেই তারা ওই আয়োজন করেছেন। প্রচন্ড গরমে এদিনের শিবিরে আসা সকল মানুষদের জন্য জলপানের ব্যবস্থা করা হয়। আয়োজকদের ওই কাছের প্রশংসা করেছেন স্থানীয়রা।