বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির দুইদিন ধরে সাহিত্য আড্ডা

আসমা খাতুন,বর্ধমান : বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির উদ্যোগে সাহিত্য আড্ডার অনুষ্ঠান হয়ে গেলো মহাসমরহে । নতুন কবি সাহিত্যিক তৈরী করা এবং অন্তপুরে থাকা কবি সাহিত্যিকদের সম্মাননা জানালো এই সংগঠন ।এই সাহিত্য আড্ডায় উপস্থিত হয়েছিলেন এই সময়ের সব চেয়ে আলোচিত লেখক ইসমাইল দরবেশ ,সংগঠনের সম্পাদক এম রুহুল আমিন গোটা রাজ্যের অবহেলিত কবি সাহিত্যিকদের এক কাছে জড়ো করে বিশাল সাফল্য লাভ করেছেন ।রমজান একাডেমির হলে গুণীদের সম্মাননা জানানো ও অনুষ্ঠান পরিচালনা করছিলেন সাবলীল ভাবে।উপস্থিত ছিলেন ডক্টর রমজান আলি ,জাহির আব্বাস ,আবু মনিরুদ্দিন,সামিমা আসমান ,মনুয়ারা খাতুন সহ অনেক কবি সাহিত্যিক বুদ্ধিজীবী । মনুয়ারা খাতুন কে ঐ মঞ্চে বিশেষ ভাবে সম্মাননা জানানো হয় । মনুয়ারা খাতুন মুসলিম বিয়ের গান নিয়ে কাজ করে চলেছেন । অন্তপুরে থেকে কি ভাবে সাহিত্য চর্চা করা যায় এবং সুবিধা অসুবিধা নিয়ে বিশেষ আলোচনা করেন । মনুয়ারা খাতুন মুসলিম বিয়ের গান গেয়ে সভা মাতিয়ে তোলেন। এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য উদীয়মান ও নিভৃতচারী সাহিত্যিক অনুসন্ধান ,উৎসাহদান ও সম্মাননা জ্ঞাপন।একটি শক্তিশালী পাঠক গোষ্ঠী তৈরী করা। পিছিয়ে পড়া সম্প্রদায় পরিচালিত পত্র পত্রিকা অনুসন্ধান ও প্রচার প্রসারে সহায়তা করা।সাহিত্য ক্ষেত্রে হিন্দু মুসলমানে সম্প্রীতি স্থাপন। এই সাহিত্য আড্ডায় অসংখ্য কবি সাহিত্যিকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে ।