|
---|
এম এস ইসলাম , বর্ধমান : ৪৫ জন টি বি পেসেন্টকে পুষ্টিকর খাদ্য বিতরণ করল খন্ডঘোষ বি ডি ও অফিস। এই পুষ্টিকর খাদ্য বিতরণে চাল ,ডিম ,মুসুরডাল, সয়াবিন ,সর্ষের তেল ,হরলিক্স বিস্কুট দিয়ে সাহায্য করলো বর্ধমান ডিস্ট্রিক রাইস মিল অ্যাসোসিয়েশন। রাইস মিল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বিশিষ্ট সমাজসেবি আব্দুল মালেক বলেন কয়েকদিন আগে জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা গোটা জেলায় টি বি পেশেন্টদের কে পুষ্টিকর খাদ্য বিতরণের জন্য আহ্বান জানিয়েছিলেন। জেলাশাসকের আহ্বানে গোটা জেলায় যত টি বি রোগী আছে তাদেরকে আমরা ছয় মাস ধরে পুষ্টিকর খাদ্য বিতরণ করব। আজ খন্ডঘোষ বি ডি ও অফিসে এক মাসের খাদ্য বিতরণ করলাম । এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খন্ডকোষ এর বি ডি ও সত্যজিৎ কুমার, খণ্ডঘোষের বি এম ও এইচ অম্বরিশ বিশ্বাস।, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, সহ সভাপতি শ্যামল দত্ত , রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষে রাজ কুমার সাহানা, জন্মেঞ্জয় খান, বাপি কেস,পরিমল কার্ফা সহ আরো অনেক বিশিষ্ট অতিথিরা। ছ মাস ধরে পুষ্টিকর খাবার পাবার জন্য টি বি রোগীরা দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খণ্ডঘোষের বি ডি ও রাইস মিল এসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে খণ্ডঘোষে কোন টি বি পেসেন্ট পাওয়া গেলে তাকেও এই রকম ভাবে সাহায্য ও সহযোগিতা করা হবে। খণ্ডঘোষের বি এম ও এইচ অম্বরিশ বিশ্বাস বলেন টি বি রোগীরা খাবার খেতে ভুলে গেলেও ওষুধ খেতে ভুলবেন না। ওষুধ খেতে ভুলে গেলে টিবির জার্ম কে নির্মূল করা যাবে না। ২০২৫ সালের মধ্যে সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী ভারত থেকে একেবারে টিভি রোগকে নির্মূল করতে হবে। সেজন্য আমাদেরকে প্রত্যেকের সচেতন থাকতে হবে। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়।