|
---|
মইদুল খান, শ্রীরামপুর: শ্রীরামপুর স্টেশনে ঢোকার মুখে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। দাঁড়িয়ে থাকা শেওড়াফুলি লোকাল ধাক্কা মারে ইনেস্পেকশান কারকে। মুখোমুখি সংঘর্ষের সময় গাড়ি দুটির গতি কম ছিল বলে জানা যাচ্ছে।
দুর্ঘটনার পর উদ্ধার কাজ শুরু হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।এই ঘটনায় ৯জন জখম হয়েছেন বলে এখনও পর্যন্ত জানা গেছে। তবে গাড়ির গতি কম থাকায় বড়সড় দূর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেছে।