সমাজের পিছিয়ে পড়া কিছু দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়াল কাটোয়া প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা


রাহুল রায়, পূর্ব বর্ধমান: শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত চান্ডুলী গ্ৰামের সমাজের পিছিয়ে পড়া কিছু দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়াল কাটোয়া প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

    ৩০ জন দুঃস্থ মানুষদের হাতে কিছু প্রয়োজনীয় জিনিস( সয়াবিন, মুড়ি, বিস্কুট, নারকেল তেল, সরষের তেল,সাবান, সার্ফ, টুথপেস্ট ইত্যাদি)তুলে দেওয়া হয়েছে। কাটোয়া প্রচেষ্টা গ্ৰুপ-এর এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।