BREAKING NEWS: করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

নতুন গতি ওয়েব ডেস্ক: করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর বাড়িতেই তিনি চিকিৎসাধীন। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন মন্ত্রী। নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, বেশ কিছুন ধরেই জ্বর, কাশির মতো উপসর্গ ছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের। এরপরেই চিকিৎসকের পরামর্শে বুধবার করোনা পরীক্ষা করেন তিনি। ওই দিন রাতেই তাঁর করোনা রিপোর্ট আসে পজিটিভ। জানা গিয়েছে তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গই দেখা গিয়েছে।

    উল্লেখ্য, করোনা যখন দাপুটে মাত্রায় রাজ্যে প্রভাব ফেলেছিল তখন মুখ্যমন্ত্রীর কথা মেনে বাড়িতেই ছিলেন এই প্রবীণ মন্ত্রী। তবে ভোটের আবহে করোনার দাপট কিছুটা কমতেই ময়দানে নেমেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। আর এরপরেই করোনা আক্রান্ত হলেন।

    জানা গিয়েছে এর দিন দুই-তিন আগে কোমরে ইনজেকশন নিতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মন্ত্রী। সরস্বতী পুজোর দিন নিজের বাড়িতে পুজো করার সঙ্গে সঙ্গে তৃণমূল ভবনেও পুজো করেন তিনি। ফলে কীভাবে তিনি করোনা আক্রান্ত হলেন, তা এখনও জানা যায়নি। তবে সরস্বতী পুজোর দিন যারা তাঁর বাড়িতে হাজির ছিলেন তাঁদের প্রত্যেককে করোনা পরীক্ষা করাতে অনুরোধ করেছেন তিনি।