শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন মহাশয়ের ওপর হামলার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল সমর্থকরা

শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন মহাশয়ের ওপর হামলার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল সমর্থকরা

     

     

     

     

    আব্দুস সামাদ : বাংলা সরকারের শ্রম প্রতিমন্ত্রী তথা ৫৮ নম্বর বিধানসভার বিধায়ক জাকির হোসেন মহাশয় কলকাতা যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য এসেছিলেন নিমতিতা রেল স্টেশন সেখানেই তিনি দুষ্কৃতীদের বোমা বিস্ফোরণে মর্মান্তিকভাবে আক্রান্ত হন তিনি সহ কুড়ি জন ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়েছেন। রাতারাতি তানার অনুগামী এবং সমর্থকবৃন্দরা। সেখানে উপস্থিত হয় এবং সেখানকার মানুষের মুখে আওয়াজ উঠেছে। এটা কি কোন পরিকল্পনা মতো করে জাকির হোসেনকে বোমা মারা হয়েছে। যদি সেটা না হয় তাহলে বোমা বিস্ফোরণের সময় কেন ইলেকট্রিক লোড শেডিং হয়েছিল। এবং লোডশেডিং হওয়ার পরেও কেন এমার্জেন্সি লাইট জ্বললো না। এবং জাকির হোসেন মহাশয় এর সাথে ওতো গুলো লোককে কেন রেলস্টেশনের মধ্যে ঢুকতে দেওয়া হলো।এই ধরনের প্রশ্ন উঠেছে জনগণের মধ্যে। এবং তানারা বলেন, জাকির হোসেন মহাশয় বাংলার মানবিক মন্ত্রী। জাকির হোসেন মহাশয় বিগত দিনে মানুষের পাশে সর্বদা থেকেছেন এবং আছেন। এবং জনগণের দাবি যে জাকির হোসেন মহাশয় কখনো কোনো জাতপাতের রাজনীতি করেন না। তিনি কোন দল দেখে রাজনীতি করেন না তার একটাই কাজ যে মানুষকে সহযোগিতা করা আর সহযোগিতা যেন তিনি ভালোভাবে করতে পারেন তার জন্যই রাজনীতি প্লাটফর্মে তানার যোগদান করা। এই ধরনের কথা বলেন তানার অনুগামী এবং সমর্থকরা।

     

    মানুষ তাকে অনেক ব্যবধানে ভোটে জয়ী করে নির্বাচিত করেছিল। ভোট দিয়ে তারপরও কেন এই ধরনের মানবিক মুখ বাংলা সরকারের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন মহাশয়কে বোমা বিস্ফোরণে আক্রান্ত হতে হলো গুরুতরভাবে। এছাড়াও ৫৮ নম্বর বিধানসভার মানুষ জানান তিনি মানুষের পাশে সর্বদা থাকেন সকলে অবগত আছে যে প্রতি সপ্তাহে তিনি জনতার দরবার বলে প্রতি রবিবার মানুষের দুঃখ দুর্দশার কথা শোনার জন্য ওই দিনটিকে রেখেছেন। এছাড়াও তিনারা বলেন বিগত covid-19 এর সময় সর্ব ধরনের মানুষের পার্শ্বে তিনি থেকেছেন। আজ গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলের মুখে প্রশ্ন উঠেছে এটা কি কোন পরিকল্পিত ঘটনা জাকির হোসেন মহাশয় কে প্রানে মেরে দেওয়ার কোন চক্রান্ত ছিল। এই নিয়ে জঙ্গিপুর বিধানসভা সমর্থক এবং বাংলার যারা তৃণমূল কর্মী এবং সমর্থক অনুগামীদের পক্ষ থেকে জাতীয় সড়ক 34 নম্বর অবরোধ করেছিল।আজকের আন্দোলনকারীরা বলতে চেয়েছন যে আমাদের মানবিক মুখ হৃদয় বান মানুষ কখনো কাউকে কোনো সাহায্যের জন্য ফিরিয়ে পাঠান না। তারপরেও কেন এই ধরনের মানুষকে আজকে মৃত্যুর মুখের যাত্রী হতে হচ্ছে।তাই তাদের দাবী নিয়ে এবং যে দুষ্কৃতীরা আজকে জাকির হোসেন মহাশয় কে এইভাবে বোমা বিস্ফোরণ করে আক্রান্ত করেছে এবং তাদের দাবি পুলিশ প্রশাসনের কাছে সঠিকভাবে তদন্ত করা হোক এবং ওই দুষ্কৃতী গুলোকে খুঁজে বের করা হোক। এদের ইন্ধন কে যোগাচ্ছে তা যথাযথ প্রকাশ করা হক। এবং ওই সকল দুষ্কৃতীদের শাস্তি দেওয়া হোক।

     

    আজকের ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন। রাস্তা অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়। সেখানে রঘুনাথগঞ্জ থানার আই সি পার্থ ঘোষ মহাশয়ের অনুরোধে আজকের বিক্ষোভ তুলে নেন। এবং আন্দোলন কারীরা জানান পুলিশ প্রশাসনকে এই ঘটনার সঠিক করার জন্য আহ্বান করছি। তদন্ত যদি সঠিক না হয় তাহলে আমরা আগামীতে বৃহতর আন্দোলন গড়ে তুলবো জঙ্গিপুরের মাটি তে। আজকের অবরোধে উপস্থিত ছিলেন আবুল সামাদ,রনি শেখ,ও অখিল শেখ সহ আরো হাজার হাজার সমর্থক বৃন্দ।