|
---|
সামিমা খাতুন,নতুন গতি,মুর্শিদাবাদ:প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের সংসদ অধীর রঞ্জন চৌধুরী এদিন সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের।বহরমপুরে সাংবাদিক বৈঠক করে অধীর রঞ্জন চৌধুরী বর্তমান কাশ্মীর পরিস্থিতি নিয়ে সরব হলেন। রবিবারের সাংবাদিক বৈঠক থেকে অধীর রঞ্জন চৌধুরী জানান বলেন দেশের প্রধানমন্ত্রী 370 ধারা বিলোপ করার পর বলেছিলেন কাশ্মীরের শান্তি ফিরে আসবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, জাল টাকা লেনাদেনা বন্ধ হয়ে যাবে, কালোটাকা লেনাদেনা বন্ধ হয়ে যাবে ও কাশ্মীর উন্নত হবে কিন্তু বর্তমানে স্থানীয় স্তরে জঙ্গি তৈরি হচ্ছে কাশ্মীরে,এখনো পর্যন্ত কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেয়া হলো না,কাশ্মীর রাজ্য ছিল সেটাকে ভেঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো পৃথিবীতে কোথাও এরকম উদাহরণ নেই।এদিনের সাংবাদিক বৈঠক থেকে অধীর রঞ্জন চৌধুরী বর্তমান কাশ্মীর পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন।