রাজনগরের ৩২ নম্বর বুথ সভাপতির পদ থেকে ইস্তফা 

খান আরশাদ, বীরভূম : রাজনগরে ছোটবাজার সংসদের ৩২ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি মালিপাড়ার বাসিন্দা অমর মাহাতো বিজেপির রাজনগর মন্ডল সভাপতি বিপুল নন্দীর ওপর ক্ষোভ প্রকাশ করে পদ ছাড়ার ঘোষণা করলেন। অমর মাহাতো জানান বিজেপির মন্ডল সভাপতি এর সাথে তার কাজের মতানৈক্য দেখা দিয়েছে। বিপুল নন্দী মন্ডল সভাপতি থাকলে তিনি কোন পদ গ্রহণ করবেন না। মন্ডল সভাপতির পদ থেকে বিপুল নন্দী সরে গেলে তিনি ফের বুথ সভাপতি হতে রাজি বলেও জানালেন। এ বিষয়ে মন্ডল সভাপতি বিপুল নন্দী জানান বিষয়টি তিনি জেনেছেন এবং একসাথে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে ।