|
---|
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : কনফেডারেশন অব পূর্ব এন্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রধান জেলা কার্য্যালয়ের উদ্বোধন হলো মেদিনীপুর শহরের কেরানীটোলা সংলগ্ন মহাপাত্র কম্পাউন্ডে। ক্যার্যালয়টির উদ্বোধন করেন এম এস এম ই ডি এফ ও-এর জয়েন্ট ডাইরেক্টর পি কে দাস। উপস্থিত ছিলেন ডি আই সি জি এম শুভেন্দু বিশ্বাস, ব্যবসায়ী সংগঠনের জাতীয় স্তরের কর্মকর্তা, শৈলেশ্বর পন্ডা , চেম্বার অব কমার্সের সভাপতি আনন্দগোপাল মাইতি, সম্পাদক চন্দর রায় সহ অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট জনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।এই অফিস থেকে প্রতিনিয়ত ট্রেড লাইসেন্স,এফ এস এস এ আই লাইসেন্স,এম এস এম ই রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য,আইনি পরামর্শ,ব্যবসায়ী দের সঙ্গে যোগাযোগ, ব্যাবসায়ী ও শিল্পপতিদের বিভিন্ন সমস্যার সমাধান সহ নানাবিধ কাজ পরিচালনা করা হবে।দুই মেদিনীপুর ও খড়্গপুর জেলার ১৫১ টি ইউনিটের জেলা কর্যালয় হিসেবে অফিসটি কাজ করবে।