বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা: তিন মাস পর চার্জশিট পেশ করল সিবিআই

দেবজিৎ মুখার্জি: ওড়িশার বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তিন মাস পর চার্জশিট পেশ করল সিবিআই । সেখানে তিন রেলকর্মীর নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে আগেই একাধিক ধারায় মামলা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ৭ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল রেলের তিন কর্মচারীকে। সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা তিন অভিযুক্ত হলেন অরুণ কুমার মহাপাত্র, মহম্মদ আমির খান এবং পাপ্পু কুমার।

     

    অভিযোগ করা হয়েছে, ৯৪ নম্বর লেবেল ক্রশিংয়ের কাজ পরিচালনা করছিলেন অরুণ কুমার মোহন্ত। কিন্তু সিনিয়র ডিএসটিইর কোনও ছাড়পত্র ছিল না তাঁর কাছে। সার্কিট ডায়াগ্রাম তিনি মানেননি বলেই অভিযোগ। তদন্তকারী সংস্থা আদালতকে জানিয়েছে, তিন রেলকর্মীর গাফিলতির জেরেই ভারতীয় রেলের ইতিহাসের অন্যতম বড় দুর্ঘটনা ঘটেছিল।