|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থায় ফাইল ডাউনলোড মামলায় ইডি অফিসারের কাণ্ডে স্তম্ভিত কলকাতা হাই কোর্টের বিচারপতিরা। শনিবার এই মামলার শুনানিতে বিচারপতিদের পর্যবেক্ষণ, ইডির যিনি এই কাজ করেছেন, তিনি ইডির নাকি ডেপুটেশনে আছেন? এটা কি অপেশাদার কাজ নয়? একজন ইডি ক্যাডারের অফিসারের থেকে এই কাজ অপ্রত্যাশিত। আদালতের নির্দেশমতো, ইডির মিথিলেশ মিশ্র এবং কলকাতা পুলিশের সাইবার শাখার অমিতাভ সিনহা রায়, এই দুই অফিসারের উপস্থিতিতে ওই ১৬টি ফাইল ডাউনলোড করা হবে। বিশেষজ্ঞ হার্ডডিস্ক থেকে তা ডাউনলোড করে খতিয়ে দেখবে আদালত। আর সেই ফাইলগুলি খতিয়ে দেখার পরই আদালত বিবেচনা করবে, আবেদন গ্রহণ করা হবে কি না।