নকশালবাড়িতে অনুষ্ঠিত হল চোখের আলো ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি : চোখের আলো, যা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প । চা বাগান শ্রমিকদের জন্য আগামী তিন মাস যাবৎ উক্ত চোখের আলো প্রকল্পের কর্মসূচি চলবে। বিভিন্ন চা বাগান শ্রমিকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা, চশমা বিতরণ সহ অপারেশনের ব্যবস্থা রয়েছে। রীতিমতো এই প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্ দপ্তর, টি ডায়রেক্টর ও শ্রম দপ্তরের বিশেষ উদ্যোগে এদিন শনিবার শিলিগুড়ি মহকুমার অন্তর্গত নকশালবাড়ির বেলগাছি চাবাগানে চোখের আলো ক্যাম্প অনুষ্ঠিত হলো। উক্ত

    শিবিরে উপস্থিত হয়েছিলেন শ্রম আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক , নির্মান বোর্ডের চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় , শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত চোখের আলোর শিবিরে শ্রমিকরা চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেন।‌ রাজ্য সরকারের একাধিক উন্নয়ন কাজ ,চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি ,চা সুন্দরী এছাড়া আরো একাধিক সুযোগ সুবিধা প্রদান করছে রাজ্য সরকার। চা শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধাকে বিশেষ নজর রেখে চা শ্রমিকদের জন্য চা বাগানে বাগানে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।‌‌ অপরদিকে চা বাগানে জমি দখল নিয়ে কোনো অভিযোগ হাতে পায়নি বলে মন্ত্রী মলয় ঘটক জানান। তিনি আরো জানিয়েছেন শ্রমিকদের জমির বিষয়টি ভূমি রাজস্ব দপ্তর দেখছে বলে ।