চাষের ক্ষেতে মজুরির কাজ করতে যাবার পথে বজ্রাঘাতে মৃত্যু কৃষকের

বাবলু হাসান লস্কর কুলতলি দক্ষিণ ২৪ পরগনা : কুলতলীর জালাবেড়িয়া ২ নম্বর অঞ্চলের পশ্চিম গাবতলার বাসিন্দার ভরতচন্দ্র মন্ডলের। বাড়ির কাছাকাছি আমন ধান ক্ষেতে কাজ করতে যাবার পথে মুষলধারে বৃষ্টি ও তার মধ্যে হঠাৎ বজ্রঘাত পড়ে তার শরীরে। আলোর ঝলকানি দেখতে পেয়ে আশে পাশে থাকা লোকজন তড়িঘড়ি ছুটে যায় তার কাছে।যন্ত্রণায় ছটফট করতে থাকে ভরতচন্দ্র মন্ডল। প্রতিবেশীরা তড়িঘড়ি তাকে নিয়ে আসে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে, ডাক্তারবাবু তাকে মৃত ঘোষণা করে। কুলতলী থানার পুলিশ দেহটি নিজেদের হেফাজতে নেয়। ভরত বাবুর একমাত্র ছেলে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করেন। কুলতলীর জালাবেড়িয়া ২ নম্বর অঞ্চলের পশ্চিম গাবতলার বাসিন্দার ভরতচন্দ্র মন্ডলের।