কলকাতা হাইকোর্টে  মামলার পাহাড়। ২ লক্ষ ২০ হাজারেরও বেশি মামলা এখনও নিষ্পত্তির অপেক্ষায়

নিজস্ব সংবাদদাতা : কলকাতা হাইকোর্টে  মামলার পাহাড়। ২ লক্ষ ২০ হাজারেরও বেশি মামলা এখনও নিষ্পত্তির অপেক্ষায়। রাজ্যের অন্যান্য আদালতে মামলা ঝুলে রয়েছে ২৬ লক্ষেরও বেশি।
‘বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে…’। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বহু যুগ আগে। তারপর সময় গড়িয়েছে, কিন্তু লিখন বদলায়নি। তারিখের পর তারিখ। অপেক্ষায় থাকেন বিচারপ্রার্থীরা। মামলার পাহাড় জমে আদালতে। পরিসংখ্যান বলছে, ২৪ এপ্রিল, ২০২২ পর্যন্ত কলকাতা হাইকোর্টে জমে থাকা মামলার সংখ্যা ২ লক্ষ ২০ হাজার ৭৭৭টি ৷ এর মধ্যে দেওয়ানি মামলা ১ লক্ষ ৮৮ হাজার ৪৩৯ ৷ ফৌজদারি মামলার সংখ্যা ৩২ হাজার ৩৩৮ ৷ হাইকোর্টে ৩০ বছরের পুরনো ঝুলে থাকা মামলা ১০ হাজার ৯১৪ ৷ ২০ বছরের পুরোনো মামলা ১৮হাজার ৭৮৫ ৷ ১০ বছরের বেশি ঝুলে রয়েছে ৫৭ হাজার ৭৯২টি মামলা ৷ ৫ থেকে ১০ বছরের পুরোনো মামলা ৫৪ হাজার ৩০০ টি আইনজীবী মহল বলছে, এর পিছনে অন্যতম কারণ পর্যাপ্ত সংখ্যায় বিচারপতি না থাকা। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকার কথা ৭২ জন। বর্তমানে রয়েছেন ৩৯ জন।
শুধুমাত্র কলকাতা হাইকোর্ট নয়। গোটা রাজ্যের বিভিন্ন আদালতেও বহু মামলার এখনও নিষ্পত্তি হয়নি।রাজ্যে ২২ জেলার ৮৯ আদালতে ঝুলে থাকা মামলা ২৬ লক্ষ ৬৫ হাজার ৫০১ ৷ সারা দেশের জেলা ও মহকুমা আদালতে ঝুলে থাকা মামলার ৬.৪%-ই বাংলায় ৷ জেলা ও মহকুমা আদালত মিলিয়ে গোটা দেশে ঝুলে থাকা মামলা ৪ কোটি ১২ লক্ষ ৪৫ হাজার ৪২৪ ৷