|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: হলো না জেলের বাইরে বের হওয়া। জামিন পাওয়ার পরের মুহূর্তেই ফের গ্রেফতার হলো গুজরাটের কংগ্রেস বিধায়ক জিগনেশ মেবানি। তবে কেন গ্রেফতার হলো তা এখনো স্পষ্ট নয়।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাথুরাম গডসে বিরুদ্ধে টুইট করার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল অসম পুলিশ। তিনদিন জেলবন্দি থাকার পর সোমবার জামিন পেয়ে তিনি বলেন “এটা বিজেপি-আরএসএসের যৌথ ষড়যন্ত্র। ওরা আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। পরিকল্পনা করে তারা এই ঘটনা ঘটাচ্ছে। এটা ওরা রোহিত ভেমুল্লার সঙ্গে করেছে, চন্দ্রশেখর আজাদের সঙ্গে করেছে। এবার আমাকে টার্গেট করছে।”