|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ পূর্ব বর্ধমানে কেন্না গ্রামে পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র বিতারন করা হয়। কেন্না গ্রামের ১৯৬ নং বুথের ৩০জন অসহায় মানুষের হাতে জামা কাপড় তুলে দেয়। এই বুথে মধ্যে বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে বস্ত্র বিতারন করেন বুথ সভাপতি মহ ইমরান সরকার ও রাহুল, মকসেদ, জাকির প্রমুখরা।