|
---|
দেবজিৎ মুখার্জি, বীরভূম: ফের উত্তেজনা ছড়ালো বিশ্বভারতী ক্যাম্পাসে। ফের বিতর্কের মুখে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। গতকাল এক ছাত্রের মৃত্যুকে ঘিরে বিকেল থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ। সেই বিক্ষোভে ছিলেন মৃত ছাত্রের বাবা ও ঠাকুমা। তাদের অভিযোগ, মৃত্যুর খবর তাদের জানানো হয়নি।
প্রসঙ্গত, উত্তরশিক্ষায় দ্বাদশ শ্রেণীর ছাত্র অসীম দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ছাত্রাবাসের নিজের ঘর থেকে। উপাচার্যের উপস্থিতিতে তাকে বিশ্বভারতীর নিজস্ব পিয়ারসন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। এরপরই উতপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে খুন, প্রমান লোপাট এবং ষড়যন্ত্রের অভিযোগ দায়ের মৃত ছাত্রের বাবা।