পুজো মন্ডপে জেলা আইনী পরিসেবা কতৃপক্ষের স্টল 

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- দূর্গা পুজো মন্ডপে কত মানুষ আসেন ঠাকুর দেখতে। পুজোর সময় মা দূর্গা কে প্রনাম করে নিজের আবেদন জানান মাকে। ব্যাক্তিগত জীবনে বহু মানুষ আছেন যারা বিভিন্ন দিক দিয়ে নানা সমস্যায় জর্জরিত। সেখানে কারোর যদি কোন রকম আইনী সমস্যা থাকে তা সমাধানের জন্য হাতের কাছে পেয়ে গেলেন আইনী পরিসেবা।

    এমনই ছবি দেখা গেলো বোলপুর জামবুনী সার্বজনীন দূর্গা পুজো মন্ডপে। এখানে বীরভূম জেলা আইনী পরিসেবা কতৃপক্ষের নির্দেশে পার্শ্ব আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদের তত্বাবধানে পুজোর তিন দিন ধরে চলছে আইনী পরিসেবা শিবির। জেলা আইনী পরিসেবা কতৃপক্ষের তরফে মহিলা শিশু সহ সাধারন মানুষ যারা বিভিন্ন ক্ষেত্রে আইনী সমস্যার মধ্যে রয়েছেন তাদের কে আইনী পরিসেবা দেওয়ায় মূলত মূল লক্ষ্য। ব্যাক্তিগত সমস্যার কথা শুনেই তৎক্ষণাৎ শিবিরেই পরামর্শ প্রদান করা হয়।আবার কিছু মানুষকে পুজোর পর যোগাযোগ করতে বলা হয় বলে জানান বীরভূম জেলা আদালতের নিয়ন্ত্রনাধীন জেলা আইনী পরিসেবা কতৃপক্ষের পার্শ্ব আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ। স্টলে আইন বিভাগের ছাত্র ছাত্রী,প্রাক্তন পুলিশ অফিসার ও আইনজীবি নির্মল চক্রবর্তী সহ অনান্যরা উপস্থিত ছিলেন। এই কেন্দ্র থেকে তিন দিনে প্রায় তিনশত মানুষ আইনী সহায়তা নিয়েছেন বলে জানান আয়োজকরা।