ফের এক ফ্রেমে শুভেন্দু-কৌস্তভ

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের পর ফের এক ফ্রেমে শুভেন্দু-কৌস্তভ। নবমীর দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় যান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা পৌঁছনোর আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তিনজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। একঘণ্টার বেশি সময় ছিলেন শুভেন্দু অধিকারী ও কৌস্তভ বাগচী।

    কৌস্তভ কি বিজেপিতে আসছেন? এই প্রশ্ন করা হলে শুভেন্দু বললেন, ‘বিজেপিতে আসবেন কী আসবেন না, সেই সিদ্ধান্ত উনার। উনি বিচক্ষণ লোক। উনি ঠিক করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে নো ভোট টু মমতা।’ কৌস্তভও সুর মিলিয়ে বললেন, ‘ আমারও একই বক্তব্য। কিছু বিকল্প লাগবে। কারণ এই সরকারকে হটাতে গেলে বিকল্প ছাড়া পথ নেই। নো ভোট টু মমতা’ । আর যাঁর বাড়ির পুজোয় গিয়ে এই সাক্ষাৎ, সেই সন্ময় বললেন, ‘ দাদার সঙ্গে কথা বলে উনিই ঠিক করবেন ‘