|
---|
দেবজিৎ মুখার্জি: গত বছর ত্রিপুরা সফরে গিয়ে এক পথসভায় ‘সীতার পাতাল প্রবেশ’ মন্তব্য মামলায় ব্যক্তিগত ৩০ হাজার টাকার বন্ডে তিনি জামিন পেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষ। ত্রিপুরার অমরপুর আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুস্মিতা দাস তাঁর জামিন মঞ্জুর করেছেন।
তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তীর বক্তব্য এই মামলা রাজনৈতিক চক্রান্ত ও উদ্দেশ্য প্রণোদিত। এরপর তিনি নিজেও জানান তিনি সীতাকে অপমান করেননি। বিজেপির জয় শ্রী রাম স্লোগানের মধ্যে যেই হিংসা ও উদ্ধত্য প্রকাশ পায়, তার পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য।