“প্রয়োজন নেই স্বতঃপ্রণোদিত পদক্ষেপের” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “কলঙ্কিত হয়নি বিচারব্যবস্থা, প্রয়োজন নেই স্বতঃপ্রণোদিত পদক্ষেপের” সোমবার সকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট।

    উল্লেখ্য, শনিবার হলদিয়ায় শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি বলেছিলেন “আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন। তারা ১ শতাংশ হবে। কিছু হলেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে। শুনেছেন কোনওদিন? আদালত নিরাপত্তা দিতে পারে। অধিকার আছে। তা বলে স্থগিতাদেশ? আপনার যদি মনে হয় সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন তো নিতে পারেন। আমার তাতে কিছু যায় আসে না। ক্যামেরার সামনে সত্যি কথা ২ হাজার বার বলব। ১০ হাজার বার বলব। সত্যি বলতে আমার বিবেকে বাধে না।” এই মন্তব্যকে ঘিরেই সোমবার সকালে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আরজি  জানানো হয় কলকাতা হাইকোর্টে।