|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: সুস্থ আছেন নুসরত জাহান আর সদ্যজাত শিশুপুত্র, জানাচ্ছে যশ দাশগুপ্ত। নুসরতের লড়াইয়ে সর্বক্ষণের সঙ্গী তো তিনিই। প্রথম থেকে শেষ, নুসরতের মাতৃত্বের লড়াইয়ে তাঁকে আগলে রেখেছিলেন যশই। আজ হাসপাতালেও নুসরতের ইচ্ছা ছিল, যেন তাঁর পাশে থাকেন ‘বন্ধু’ যশ। ইচ্ছাপূরণ। জীবনের গুরুত্বপূর্ণ দিনে পাশে রইলেন যশ।
সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া নুসরতকে নিয়ে অবশেষে মুখ খুললেন তারকা-সাংসদের বন্ধু অভিনেতা যশ। যশ বলছেন, যাঁরা নুসরতের স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিচ্ছেন, তাঁদের জানাচ্ছি, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।
হাসপাতাল থেকেই ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নুসরত। লিখেছিলেন, ‘ভয়ের থেকেও বেশি আছে বিশ্বাস’
আজই মা হলেন নুসরত জাহান। কোলে এল একরত্তি। পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও নবজাতকের অবস্থা স্থিতিশীল বলে খবর হাসপাতাল সূত্রে। সদ্যজাত ও নবজাতককে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে নুসরতকে খুব তাড়াতাড়িই কেবিনে ফেরানো হবে বলে জানা গিয়েছে।
সব জল্পনার অবসান ঘটিয়ে এখন নুসরতের নতুন পরিচয়ই প্রধান। মা হয়েছেন নুসরত। কোলে এসেছে ছোট্ট ছেলে। গোটা সময়টা নুসরতের পাশে ছিলেন যশ। এটাই তো চেয়েছিলেন নুসরত। গতকাল পাম অ্যাভিনিউ-এর বাড়ি থেকে নুসরতকে হাসপাতালে নিয়ে আসেন তিনিই।
খুশিতে ভাসছে নুসরতের পরিবার। ইতিমধ্যেই হাসপাতালে এসে হাজির হয়েছেন নুসরত জাহানের পরিবার। ভিতরে রয়েছে যশ দাশগুপ্তের পরিবারে সবাই ও। সূত্রের খবর, টলিউডের বন্ধুরাও শুভেচ্ছা জানাতে আসবেন নুসরতকে।