|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- “খেলা হবে, খেলা হবে “— একদা ভোটের মুখে ব্যবহৃত ডাইলগ,শ্লোগান সর্বশেষ সেই কথা গানে পরিনত হয় এবং খুব জনপ্রিয়তা অর্জন করে।পরবর্তীতে ভোটের ময়দান ছেড়ে বিভিন্ন ধরনের উৎসব সহ একেবারে বিয়ে বাড়ির অন্দরে ও জায়গা দখল করে।আর এই ডাইলগ বা কথাগুলি প্রথম যিনি প্রয়োগ বা উচ্চারিত করেন তিনি হচ্ছেন বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল।
ভোট এলেই নতুন নতুন বচনে-খ্যাত সেই অনুব্রত মণ্ডলকে নিয়ে এবার প্রকাশিত হলো তাঁর জীবনী,সেখানে বইটির নামকরণ করা হয়েছে “খেলা হবে” । মঙ্গলবার বীরভূমের বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বইটির শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ জানা যায় দীপ প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে, এবং বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০টাকা৷ ইতিমধ্যে দলের বীরভূম জেলার প্রতিটি ব্লকের সভাপতিদের গড়ে ১০০টি করে বই ক্রয়ের আর্জি জানানো হয়েছে৷ স্বভাবতই আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই বইটির বিক্রির ভীড় উপচে পড়ে।বইটি লিখেছেন সাংবাদিক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
দীপ প্রকাশন সূত্রে জানা যায়, বইটিকে অনুব্রত মণ্ডলের বায়োগ্রাফি বলা যেতে পারে।তিনি কীভাবে কেষ্ট থেকে অনুব্রত মণ্ডল হয়েছেন, তা বইয়ের মধ্যে লেখা রয়েছে।
এছাড়াও এই বইয়ের প্রচ্ছদে ছবি থাকছে শুধুমাত্র অনুব্রত মণ্ডলের।জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে লেখা “খেলা হবে “- বইটির উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুর কেন্দ্রের সাংসদ অসিত মাল সহ অন্যান্য বিধায়কগণ উপস্থিত ছিলেন।