বেসরকারি ব্যাঙ্কের শাখায় চুরির ঘটনা

নিজস্ব প্রতিবেদক:- সিউড়ি থানার অন্তর্গত পাথরচাপুরি গ্রামে থাকা একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় চুরির ঘটনা। সোমবার সকালে এই ব্যাঙ্কের শাখা খুলতে এসে এমন ঘটনা নজরে আসে। যেখানে সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া যায়, এক ব্যক্তি দরজা ভেঙ্গে ওই শাখার ভিতরে ঢোকেন। তারপর তিনি এই কাজ চালান। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ব্যাঙ্কের শাখার দায়িত্বে থাকা আধিকারিকদের তরফ থেকে দাবি করা হয়েছে, ভল্ট ভাঙ্গার চেষ্টা করা হলেও তা পারেনি এবং টাকা এখনো পর্যন্ত মনে হচ্ছে সুরক্ষিত আছে। তবে অফিসের মধ্যে থাকা ১০ টি ট্যাবের মধ্যে ৯টি ট্যাব উধাও হয়ে গিয়েছে। বাকি ফাইলপত্র এবং অন্যান্য জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।কিছুদিন আগেই, ভয়াবহ চুরির ঘটনা ঘটেছিল বাঁকুড়ায় (Bankura)। বন্ধ ঘরের তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। গলির ভিতরে  সি সি ক্যামেরায় ধরা পড়ল দুই সন্দেহভাজনের ছবি। বাঁকুড়া শহরে বন্ধ ঘরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের ৭ নং ওয়ার্ডের সারদাপল্লী মাঠপাড়া এলাকায়। পেশায় স্বর্ণ ব্যবসায়ী শম্ভূনাথ দে র বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে বাঁকুড়া সদর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে শম্ভুনাথ দে পেশায় স্বর্ন ব্যবসায়ী। মেয়ের শ্বশুরবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পুরুলিয়ার রঘুনাথপুরে সস্ত্রীক গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই বাড়ি ছিল তালাবন্দী। স্থানীয়রা দেখেন বাড়ির সামনে দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপর স্থানীয়রাই প্রথমে শম্ভূনাথ দেকে টেলিফোনে খবর দেন। খবর দেওয়া হয়  বাঁকুড়া সদর থানার পুলিশকে। এরপরই পুলিশ ওই বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে। পুলিশ তদন্ত করতে গিয়ে স্থানীয় দোকানে লাগানো সিসি ক্যামেরা খতিয়ে দেখেন। সেই সিসি ক্যামেরায় ধরা পড়েছে গলির মধ্যে সাইকেল নিয়ে দুই সন্দেহভাজন কে ঘোরাঘুরি করতে। তারা কারা তা খতিয়ে দেখছে পুলিশ।