|
---|
নিজস্ব সংবাদদাতা : আবারও বিষ খাইয়ে পশু হত্যার মতো অমানবিক ঘটনা ঘটে গেল বীরভূমে। রবিবার বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের শালবনী গ্রামে পাঁচটি ছাগলকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি ওই মৃত ছাগলগুলির মালিকরা রাতে সিউড়ি থানায় এসে থানার সামনে মৃত ছাগলগুলি নামিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর পাশাপাশি তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। মৃত ছাগলের মালিকদের তরফ থেকে জানানো হয়েছে, ছাগলগুলি রবিবার সকাল থেকে বেরিয়ে যাওয়ার পর যখন আমরা আনতে যায় তখন দেখতে পায় সেগুলি মরে পড়ে আছে। ছাগলগুলিকে বিষ খাইয়ে মারা হয়েছে। যার বিরুদ্ধে এইভাবে পাঁচটি ছাগল বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল তার নাম শিবু মুর্মু। তিনি তার জমিতে টমেটো চাষ করেছেন এবং সেই টমেটো এখনো বড় হয়নি। তবে সেই জমিতে নাকি ছাগলগুলি হানা দেয়। এই ঘটনার পরেই ওই চাষী বিষ খাইয়ে ছাগলগুলিকে হত্যা করে। পাশাপাশি মৃত ছাগলগুলি মালিকেরা জানিয়েছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত চাষির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সকল ছাগলগুলি মারা যাওয়ার কারণে তাদের কম করে ৫০ থেকে ৬০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন তারা। তবে এমন বিষ খাইয়ে ছাগল মারার ঘটনা এই প্রথম নয়। এর আগেও চলতি বছর জানুয়ারি মাসের নয় তারিখ এমনই ঘটনা ঘটেছিল সিউড়ি থানার অন্তর্গত কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকায়। যখন চতুর্দিকে বন্যজীব অথবা গৃহ পালিত জীবজন্তুদের রক্ষা করার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, সেই সময় বিষ খাইয়ে এইভাবে পশুহত্যা নজিরবিহীন।