রাজনগরে করঞ্জাবুনি গ্রামে বাহা উৎসব পালন

 

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরে করঞ্জাবুনি গ্রামে বাহা উৎসব পালন করলো আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
    বাহা অর্থাৎ বসন্ত। ফাল্গুন মাসে প্রাচীন প্রথা অনুযায়ী আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বাহা উৎসব পালন করে থাকেন। রাজনগরের ভবানীপুর অঞ্চলের আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দারা করঞ্জাবুনি গ্রামে এই বাহা উৎসব পালন করলেন। রীতি অনুযায়ী প্রথমে জাহের থানে ‘বাহা ফুল’ অর্থাৎ শাল ফুল দিয়ে পুজো করা হয়। এরপর আদিবাসী বিভিন্ন নৃত্য গোষ্ঠী আদিবাসী নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি একে অপরের বাড়িতে গিয়ে তারা নিজেদের মধ্যে বাহা উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।