|
---|
আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : আনিস হত্যার রেস কাটতে না কাটতে আবার গতকাল রামপুরহাটে 10 জনকে পুড়িয়ে হত্যা। বিগত এক মাস থেকেই রাজ্য রাজনীতি উত্তাল হয়ে আছে, রাস্তায় নেমে আছে DYFI, SFI, আনিস এর ন্যায় বিচারের কোনো নিশ্চয়তা না পেতেই আবার গণ হত্যা – তারই প্রতিবাদে আজকে মুর্শিদাবাদের লালগোলায় বিক্ষোভ মিছিল করলো DYFI ও SFI।
আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন – DYFI মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য এবং লালগোলা দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক কমরেড ইসমাইল হক , DYFI মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য এবং লালগোলা উত্তর লোকাল কমিটির সম্পাদক কমরেড হাজিকুল আলম।
ইসমাইল হোক মহাশয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন – প্রতিবাদী কন্ঠ কে তারা যতোই দাবিয়ে দেওয়ার চেষ্টা করুক – আমরা DYFI, SFI এর কর্মীরা নিজের রক্ত দিয়ে নিজের বাক স্বাধীনতা, গনতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাবো, একের পর এক হত্যা, গণ হত্যার বিরুদ্ধে বৃহত্তম আন্দোলন গড়ে তুলবে DYFI, SFI।