অসুস্থ মোমিনের পাশে পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা

নিজস্ব সংবাদদাতা , লালগোলা: সোশ্যাল মিডিয়ায় অসুস্থ যুবকের সাহায্যের আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসলেন পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থা।

    জানা যায়, মুর্শিদাবাদের লালগোলা ভুরকুন্ডা গ্রামের ২৫ বছর বয়সের আব্দুল মোমিনের ডান পায়ে ব্রণ টিউমার হাওয়ায় চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানান স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের কাছে।

    পরিবারের সদস্য বলতে মোমিন,তার মা ,স্ত্রী ও এক ছোট মেয়ে। পরিবারের রোজগারের একমাত্র ভরসা ছিল মোমিন ,সেই রোজগার এখন বন্ধ। চিকিৎসা করাতে গিয়ে পরিবার এখন সর্বহারা হয়ে পড়েছে । রোজকারের কোনো রাস্তা নেই ,এখন তার বাড়িতে বসে বসে দিন কাটাচ্ছে অসুস্থ মোমিন।

    মোমিনের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য রবিউল, খাইরুল, আসিফ রনি ,আরিফ হোসেন ও মামুনের মত ছেলেরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সেন । তিনি আগামীতে লালগোলার সকল প্রকার অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বাস দেন।

    এদিন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা সকলের সাহায্যে মোমিনের স্ত্রীর হাতে প্রায় ২৪ হাজার টাকা অপারেশনের জন্য তুলে দেন।

    স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য রবিউল ইসলাম জানান ,এটা আমাদের কর্তব্য । যদি আমরা সাহায্যে করে মোমিনকে সুস্থ করে তুলতে পারি তবে পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে উঠবে।