|
---|
নিজস্ব সংবাদদাতা, সাগরদিঘী : গত ২২ -২৭ শে ফেব্রুয়ারী ২০২২ সাগরদিঘী ৫বর্ষ বইমেলা শেষ হয়। সুতরাং এই বই মেলাকে সামনে রেখে প্রতিদিনই নিত্যনতুন পোগ্রামে মেতে উঠেছিল সাগরদিঘী বইমেলা মঞ্চ, মূলত যাদের দ্বারা এই মঞ্চ আলোকিত হয়েছিল এবং যারা অজস্র পরিশ্রমের মধ্যে বইমেলার প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত মেলা টিকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। তাঁদের কথা ভেবেই সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সুমিত বিশ্বাস এবং বইমেলা কমিটি এদিন একটি সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে সাগরদিঘীর এস. এন. উচ্চ বিদ্যালয় ময়দানে। এদিন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার পাঁচটি স্বেচ্ছাসেবী সংগঠন, অপ্সরা ডান্স গ্রুপ থেকে শুরু করে আরো বেশ কয়েকটি ডান্স গ্রুপ এবং সাগরদিঘীর মেলা কমিটির সমস্ত সদস্যকে সংবর্ধিত করা হয়। এদিন সবুজ বার্তা সংবাদ পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ কে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় মেলা কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সাগরদিঘী এস.এন.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমিজউদ্দিন মন্ডল, বিশিষ্ট নাট্যকার রবীন দত্ত, সচিন পাল, পরিতোষ বন্দ্যোপাধ্যায়, অরুপ মন্ডল, জয় কুমার ধারা প্রমূখ। সমগ্র অনুষ্ঠান শেষে সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সুমিত বিশ্বাস সাগরদিঘী সহ সকলকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।