|
---|
দার্জিলিং: সকল জেলা সভাপতিদের উপস্থিতিতে পুরাতন সদস্যপদ নবীকরণের পাশাপাশি ৬০০ নতুন সদস্য পদ গ্রহনের প্রক্রিয়া শুরু হল আজ থেকে । চলবে ৩১ মার্চ পর্যন্ত ।
কংগ্রেস এখনও প্রধান বিরোধী দল এবং কংগ্রেসের সদস্য হতে গেলে নির্বাচিত হতে হয় । আজ হিলকার্ট রোডের জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের APRO অতিরিক্ত নির্বাচনী আধিকারিক কেশর সিং , দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার , জেলা সম্পাদক জীবণ মজুমদার ।
শংকর মালাকার জানান , আমরা এখনও আছি এবং আমরাই প্রধান বিরোধী শক্তি । তার প্রমাণ এই নতুন সদস্যপদ । গণতন্ত্রের প্রমান এক দল জিতবে তো আর এক দল হারবে । বিরোধী ক্ষমতায় থাকলেও কংগ্রেস বিরোধী শক্তি হিসেবে একমাত্র দল।