“দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুক কেন্দ্রের মোদি সরকার” রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে আক্রমন মমতা বন্দ্যোপাধ্যায়ের

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে একহাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    একটি টুইটের মাধ্যমে তিনি জানান “দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুক কেন্দ্রের মোদি সরকার। লাগাতার পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে বিদেশি শক্তির মতো লুঠপাট (দা গ্রেট ইন্ডিয়ান লুট) চালাচ্ছে দেশে। মানুষকে বোকা বানানো হচ্ছে। সংবাদমাধ্যমকে চুপ থাকতে দেখে খারাপ লাগছে।”

    উল্লেখ্য, শুক্রবার মধ্যরাত থেকে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম একলাফে ৫০ টাকা বাড়ায়, এই প্রথমবার কলকাতায় ১ হাজার টাকার গণ্ডি পেরোলো রান্নার গ্যাস। এবার খরচ করতে হবে ১০২৬ টাকা।