পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্হান বিক্ষোভে তৃনমূল

মহিউদ্দীন আহমেদ, গুসকরা: কেন্দ্রীয় সরকারের পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামলো তৃনমূল। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে শনি ও রবিবার আউসগ্রাম ২ নং ব্লক অফিসের সামনে রীতিমত সামিয়ানা খাটিয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করলো তৃনমূল কংগ্রেস।

    আউসগ্রাম ২ নং ব্লকের তৃনমূল কার্যকরী সদস্য দাতা সেখ আব্দুল লালন বলেন, কেন্দ্রীয় সরকার দেশের উন্নয়নের প্রতিবাদে দেশের মানুষের অবস্হা খুবই খারাপ করে তুলেছে। প্রতিদিন সব জিনিসেরই তো দাম বাড়ছে পাশাপাশি মানুষের প্রতি দিনের প্রয়োজনে পেট্রোল ও গ্যাস দরকার হয়। তাও দিন দিন দাম বাড়ছে। যার জেরে সাধারনের অবস্হা সর্বাঙ্গীণ হয়ে উঠেছে । আমরা এরই প্রতিবাদে অবস্হান বিক্ষোভে নেমেছি। আজ শনি ও কাল রবিবার দুদিন ধরে চলবে বিক্ষোভ। এদিন তৃনমূলের এই বিক্ষোভে উপস্হিত ছিলেন আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ, কার্যকরী সভাপতি সেখ আব্দুল লালন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্যা কাকুলি রাজা, সৈয়দ হায়দার আলী সহ অনান্যরা। তৃনমূলের অবস্হান বিক্ষোভে কোভিড বিধি মেনে প্রতি বুথ থেকে দশজন করে নিয়ে অবস্হান বিক্ষোভ শুরু হয়েছে। সম্প্রতী প্রতিদিনই পেট্রোপন্যের দাম বৃদ্ধি হওয়াই সাধারন মানুষের অবস্হা নাজেহাল হয়ে উঠেছে। সাধারন মানুষ থেকে উচ্চ বিত্ত ইঞ্জীন চালিত যানবাহনের উপর নির্ভরশীল। এখন সব জিনিসের দাম বাড়ায় বেশ সমস্যায় পড়ছে সাধারন মানুষ।