পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ সাগরদিঘিতে

রবিউল ইসলাম ও সামিম হোসেন,সাগরদিঘি : সারা ভারতবর্ষ জুড়ে দিন দিন লাগাতার পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। দেশের সর্বপ্রান্তে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী।সেঞ্চুরি করেছে পেট্রোলের দাম। পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিদিন বেড়েই চলেছে। এর ফলে সাধারণ মানুষের জীবন যাপনে বাড়ছে উত্তরোত্তর সমস্যা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। কিন্তু রোজ দাম বাড়ছে কেন?‌ আর কেন্দ্রই বা কেন কোনও পদক্ষেপ করছে না, সেই প্রশ্নও উঠছে। কর পার্থক্যের কারণে দেশের বিভিন্ন শহরের পেট্রোলের, ডিজেলের দামের হেরফের রয়েছে।পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ইতিমধ্যেই পেট্রোলের দাম সেঞ্চুরি অতিক্রম করেছে। সেই জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে ১০ ও ১১ জুলাই রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উপস্থিতে। শনিবার রাজ্যের সাথে তাল মিলিয়ে মুর্শিদাবাদের সাগরদিঘিতে রাজ্যের খাদ্যপ্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের মন্ত্রী মাননীয় শ্রী সুব্রত সাহা মহাশয়ের নির্দেশে সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কিসমত আলী মহাশয়ের নেতৃত্বে পেট্রোল -ডিজেল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়। এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক যুব সভাপতি কিসমত আলি, স্বদেশ চক্রবর্তী, রেজাউল্লাহ সেখ, শামসুল হোদা, ব্লক ছাত্র পরিষদের সভাপতি সাব্বির আলি(সুগার) ও দলীয় ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ।

    ব্লক যুব সভাপতি কিসমত আলী বলেন, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ যখন কাজ হারিয়ে দিশেহারা তখন লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি বাড়ছে। তিনি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পেট্রোপণ্যের দাম বাড়া নিয়ে সরব হয়েছেন বলে জানিয়েছেন।