|
---|
মালদা- কোভিড পরিস্থিতিতে মালদা ব্লাড ব্যাঙ্কের পাশে দাঁড়াল তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার বিকেলে ৫০ জন রক্ত দেন। এদিন ভ্রাম্যমান ব্লাড মোবাইলের মাধ্যমে ৩ জায়গায় ক্যাম্প করা হয়। পুরাতন মালদার মঙ্গলবাড়ি এবং ইংলিশবাজারের মিলকি ও মালদা কলেজ গেটে ক্যাম্প চলে। আগামী দিনেও এই ক্যাম্প চলবে বলে জানা গেছে। কোভিড পরিস্থিতিতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতলের ব্লাড ব্যাঙ্কের ভাঁড়ার এখন শূন্য। এই অবস্থায় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে রক্তদানে এগিয়ে আসার ব্যাপারে আহ্বান জানিয়েছেন মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় বলেন, ‘এদিন ৩ জায়াগায় ক্যাম্প করে রক্ত দেওয়া হয়েছে। আগামী কালও চলবে।’