আনিস খান হত্যাকাণ্ড: প্রতিবাদ মিছিল থেকে শাসক দলকে হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকী

নতুন গতি নিউজ ডেস্ক: আনিস খানের হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে কলকাতায় মিছিল করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। মঙ্গলবার শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করে তারা। মিছিলে নেতৃত্ব দেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

    এদিন নওশাদ সিদ্দিকি বলেন ‘‘আনিসের পরিবার তাঁর মৃত্যুর সিবিআই তদন্ত চেয়েছে। যে পুলিশ তাঁর হত্যায় অভিযুক্ত, তাঁরা কিভাবে আনিসের মৃত্যুর তদন্ত করে অপরাধীকে শাস্তি দেবে? আমরা চাই, আনিস বিচার পাক। তাঁর পরিবারের দাবি পূরণ হোক।’’

    তিনি আরও বলেন, ‘‘রাজ্যের প্রশাসন ও শাসকদলের নেতারা নিহত আনিসের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাঁর মৃত্যুর সিবিআই তদন্ত ও সম্মানহানির চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করলাম। আমাদের দাবি সরকারকে মানতেই হবে।’’

    এছাড়াও নওশাদ সিদ্দিকি বলেন “প্রতিটি মহল্লা, প্রতিটি পাড়ায় আন্দোলন সংঘটিত হবে। বাংলার এক প্রতিবাদী যুবককে হত্যা করা হয়েছে, তার বিচার চাই। যারা আন্দোলন করছেন সেই প্রতিবাদী মুখগুলোকে বিভিন্ন ধরনের কেস দিয়ে জেলে পাঠানো হচ্ছে। জেলের ভয় পান না প্রতিবাদী যুবকেরা, মৃত্যুর ভয় পান না। লক্ষ আনিস খান তৈরি হয়েছে, আনিস খান তাঁদের মধ্যে আছেন। হত্যাকারীর বিচার চাইবেন তাঁরা।”