|
---|
নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়ের : মঙ্গলবার, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বাঁকুড়া – মশাগ্রাম রেল পথের পাত্রসায়ের রেল স্টেশনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হল। এদিন পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেলা ১১ টা থেকে ১২ টা এক ঘন্টা ধরে এই বিক্ষোভ সমাবেশ চলে। এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত প্রতিটি বক্তা তাঁদের বক্তব্যে কেন্দ্রীয় সরকারের এই রেল বিলগনিকরনের বিরোধীতা করে জোরালো বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সিং, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেখ আজফার হোসেন, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ জিয়ারুল ইসলাম, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ নব কুমার পাল, পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত দত্ত, খাদ্য কর্মাধ্যক্ষ শাহজাহান মিদ্যা, প্রভাত মুখার্জি,সেখ আসগর আলী সহ ১০টি অঞ্চলের সভাপতি ও কয়েকশো দলীয় কর্মী।