মেদিনীপুর কুইজ কেন্দ্রের ষষ্ঠ “ইন হাউস ব্লাড ডোনেশন” ক্যাম্প হলো তমলুকে

নিজস্ব সংবাদদাতা, তমলুক:
করোনা পরিস্থিতিতে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে ধারাবাহিক ভাবে ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লাড ব্যাংকে ১২৬ ইউনিট রক্ত জমা করলো মেদিনীপুর কুইজ কেন্দ্র। কুইজ কেন্দ্রের উদ্যোগে ইতিমধ্যেই মেদিনীপুর, হলদিয়া, তমলুক, কাঁথি,পাঁশকুড়া পর দ্বিতীয় পর্বে মঙ্গলবার আবার তমলুক ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত হলো সংগঠনের ষষ্ঠ ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্পটি। ব্যাংকে অনুষ্ঠিত হয়েছিল ব্লাড ডোনেশন ক্যাম্প।

    এদিনের শিবিরে মোট ৩৯ জন রক্তদান করেন। আগের শিবিরগুলো সহ আজকের রক্তদাতা মিলিয়ে কুইজ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত শিবিরের রক্তদাতা সংখ্যা ১২৬ এ পৌঁছে গেলো। এদিন কুইজ কেন্দ্রের বর্ষব্যাপী সবুজায়ন ও “সুফল সবুজ”কর্মসূচির সঙ্গে সাজুজ্য রেখে নিজের কনিষ্ঠা কন্যা সমীপর্ণার জন্মদিন উপলক্ষ্যে কুইজ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ড.মৌসম মজুমদারের পক্ষ থেকে সমস্ত রক্তদাতাদের হাতে একটি করে সবেদা গাছের চারা তুলে দেওয়া হয়।

    এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক কৃষ্ণপ্রসাদ ঘড়া, অপূর্ব কুমার জানা,অরুণ কুমার সাউ, গৌতম নন্দ, সৌমেন গায়েন, শুভময় মুলা, ভার্গব সরকার, প্রশান্ত সামন্ত,হারাধন মনি, শুভঙ্কর ভূঁইয়া প্রমুখ। কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজন বেরা ও সভাপতি রিংকু চক্রবর্তী সমস্ত রক্তদাতাদের অভিনন্দন জানানো পাশাপাশি তাঁরা আরও জানান তাঁদের সংগঠনের উদ্যোগে আগামী ১১ জুলাই ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লাড ব্যাংকে সংগঠনের উদ্যোগে পরবর্তী “ইন হাউস ক্যাম্পটি হবে।