|
---|
নিজস্ব সংবাদদাতা: শেখ আব্দুল আজিম ডানকুনি সেভ ট্রি সেভ ওয়াল্ড সবুজ সৈনিকের দল ডানকুনি থেকে শ্রীরামপুর পর্যন্ত রাস্তার দু’ধারে এছাড়া কলকারখানার আশেপাশে ফাঁকা জায়গায় চারাগাছ রোপন করে চলেছেন save tree and save worldএর, সবুজ সৈনিকের দল ডানকুনি এলাকায় বেশ কিছু কলকারখানা রয়েছে কলকারখানার কারণে পরিবেশ দূষণ হচ্ছে, জানালেন সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড এর হুগলি জেলার সম্পাদক শেখ মাবুদ আলী। তিনি আরও জানান এক মাস ধরে তাদের এই বৃক্ষরোপণ কাজ চলবে ডানকুনি থেকে শ্রীরামপুর পর্যন্ত জানালেন শেখ মাবুদ আলী শুধু বৃক্ষরোপণ নয়, শ্রাদ্ধ বাড়ি বিয়ে বাড়ি এছাড়াও যে কোন অনুষ্ঠানে চারা গাছ বিতরণ করে সুনাম অর্জন করেছে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড।