|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: এবার নবম-দশমের SSC নিয়োগেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, এই অনিয়মের পেছনে কারা রয়েছে বা কোনো আর্থিক লেনদেন থাকলে সেটাও খুঁজে বার করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন ”প্যানেলে নাম নেই, তা সত্ত্বেও কিভাবে নিয়োগ? এটা চরম বিস্ময়ের। তদন্ত করুক জয়েন্ট ডিরেক্টর। কি করে এটা হল, তা খুঁজে বের করতে হবে CBI-কে।”
তিনি আরো জানান “SSC-র চেয়ারম্যানের রিপোর্টেও তালিকার বাইরে নিয়োগের উল্লেখ রয়েছে।”
আগামী ২৮ মার্চের মধ্যে CBI-কে প্রাথমিক রিপোর্ট জমার নির্দেশও দেওয়া হয়েছে প্রধান বিচারপতির তরফে।