জল্পেশ মেলার প্রস্তুতি তুঙ্গে, উদ্বোধন হবে খোলা মঞ্চের

ময়নাগুড়ি, ২৮ ফেব্রুয়ারি : জল্পেশ মেলা আগামীকাল থেকেই শুরু। আর তাই শেষ পর্বে প্রস্তুতি চলছে জোরকদমে। সোমবার বিভিন্ন জায়গা থেকে আসা ব্যবসায়ীরা তাদের দোকান সাজাতে ব্যস্ত। তাই সব মিলিয়ে এবারের জল্পেশ মেলা জমজমাট হবে বলেই আশাবাদী ব্যবসায়িরা। তবে এবার একটু চমক রয়েছে। এসজেডিএ এর পক্ষ থেকে স্থায়ী মুক্ত মঞ্চের কাজ শেষ হয়ে গিয়েছে। আগামীকালই সেই মঞ্চের উদ্বোধন হবে বলেই সূত্রের খবর। জানা গেছে, ২০২০ সালের ডিসেম্বর মাসে এসজেডিএ এর পক্ষ থেকে জল্পেশ মেলার মাঠে এক মুক্ত মঞ্চের কাজের শিল্যান্যাস করেন। সেই মঞ্চ পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে। আগামীকালই সেই মঞ্চের উদ্বোধন হবে বলে জানা গিয়েছে।

    উত্তরবঙ্গের প্রাচীন ও সবর্বৃহত মন্দির হলো জল্পেশ মন্দির। শিব চতুর্দশী উপলক্ষ্যে এই মন্দিরে দূর দূরান্ত থেকে মানুষ আসেন পুজো দিতে। আর সেই উপলক্ষ্যে দশদিন ব্যাপী চলবে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে।