|
---|
নিজস্ব সংবাদদাতা: অ্যাম্বুলেন্সের ভেতরে রোগী নেই। রয়েছে পেটিভর্তি মদের বোতল। ধরা পড়তেই অ্যাম্বুলেন্সটিকে ধরে থানায় নিয়ে গেল পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে এশিয়ান হাইওয়ের পাশে।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘক্ষন রাস্তার ধারে অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে ছিল। তাতেই সন্দেহ দানা বাঁধে সকলের। কৌতূহলবশত সবাই মিলে অ্যাম্বুলেন্সটির সামনে এগিয়ে যেতেই সেখান থেকে নেমে এক মহিলা-সহ পাঁচজন পালিয়ে যায়। এরপর অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা স্ট্রেচারের কাপড় তুলতেই চক্ষু চড়কগাছ এলাকাবাসীর। এলাকাবাসীর অভিযোগ দিনের পর দিন এইভাবেই মদ পাচার হচ্ছিল মদ। তারা জানতেন এবং এই ব্যাপারে তারা অভিযোগও জানিয়েছিলেন। কিন্তুু কাজ হওয়া তো দুরের কথা মোটা অঙ্কের টাকা দিয়ে বারবার এই জায়গা থেকে বেরিয়ে এসেছে অপরাধীরা। এইভাবে দিনের পর দিন মদের বোতল আম্বুলেনসসে পাচার হবার খবরে ক্ষুদ্ব ওই এলাকার বেশ কয়েকটি সমাজসেবী সংগঠনও। তারা এবারে দাবী করেছে এই চক্রের প্রত্যেককে ধরে সাজা দিতে হবে। কারন এইভাবে আম্বুলনসের মতন এক পরিসেবার মধ্যে দিয়ে মদ পাচার হচ্ছে এটা প্রচণ্ড দৃষ্টিকটু ব্যাপার।এই ব্যপারটি মেটানোর জন্য তারা বিধায়ককে চিঠি দেবেন বলে জানিয়েছেন।