|
---|
আজিজুর রহমান,গলসি : নবী করিম সা. কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে গলসিতে বিক্ষোভ মিছিল করলেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ। মিছিলে নেতৃত্ব দেন, জমিয়তুল আইম্মা অল ওলামা এবং জমিয়েত ওলামায়ে হিন্দ। কর্মসূচীর সমগ্র আয়োজন করেন গলসি এক ও দুই নম্বর ব্লক ইমাম সংগঠনের সভাপতি মৌলানা রহমতুল্লাহ ও মৌলানা ইমামুম মুবিন। সহযোগিতা করেন, এড়াল মাদ্রাসার শিক্ষক হাফেজ তাজউদ্দিন ও বড়মুড়ির মসজিদের পেস ইমাম মৌলানা মহসিন সাহেব। পুরসা জামে মসজিদের পেস ইমাম, হাপেজ মিনারুল, শিড়রাই মাদ্রাসার শিক্ষক মৌলানা হেসেন সাহেব, পুরসা মাদ্রার শিক্ষক মৌলানা সামিউল ইসলাম, বুইঁচার মসজিদ কমিটির সদস্য টগর চৌধুরী ও কামরুল মন্ডলরা। এদিন বেলা সাড়ে নটা নাগাদ উত্তর গলসির বুঁইচার মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গোটা গলসি পরিক্রমা করে। অবশেষে গলসি ১ নং বিডিও অফিসের সামনে একটি পথ সভা করা হয়। সভা থেকে বিজেপির মুখপাত্র নুপুর শর্মাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তীর দাবী তুলে তোলেন আয়োজকরা। এদিনের মিছিল ও বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন, জমিয়তুল আইমা অল ওলামা রাজ্য সম্পাদক হাপেজ সেখ সিদ্দীকুল্লা, জেলা জমিয়েত ওলামায়ে হিন্দ এর জেলা সম্পাদক মৌলানা মহম্দদ আলি, সহ স্থানীয় গ্রামের মসজিদের ইমাম ও এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজনরা। তাদের দাবী না মানলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন আয়োজকরা।