|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ির বাগডোগরার গোসাইপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। এ বছর স্কুলের ৬৫% পড়ুয়া উচ্চমাধ্যমিকে পাস করেছে। ছাত্রছাত্রীদের অভিযোগ তারা যথেষ্ট ভাল পরিক্ষা দিয়েছেন।তাদের ফেল করবার কোন কারন নেই।তাদের দাবী তাদের যথেষ্ট ভাল ফলাফল করবার কথা তাদের এই ফলাফল তারা কিছুতেই মেনে নিতে পারছেন না।তারা জানিয়েছেন তাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীর মাধ্যমিকে ভাল রেজাল্ট আছে,মাধ্যমিকে এত ভাল ফলাফল করে কিভাবে উচ্চমাধ্যমিকে তাদের রেজাল্ট এরকম হয়।
কিন্তুু ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগরের নামে হায় হায় কেন তারা জানালেন তাদের মাথার ঠিক নেই।ফেল করে লজ্জায় তারা বাড়ি যেতে পারছেন না।তাদের দাবী তাদের সবাইকে পাশ করিয়ে দিতে হবে।কাউকে আটকে রাখা যাবে না।এই বিষয়ে ইষ্কুলের প্রধান শিক্ষক বিকাশ চক্রবর্তীকে জিঞ্জাসা করা হলে তিনি জানান,তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন,তিনি সকল ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করে আগামী কুড়ি তারিখে আসতে বলেছেন।তিনি জানিয়েছেন খারাপ ফলাফলের জন্য দায়ী ছাত্রছাত্রীরাও।তবুও তিনি বিষয়টি নিয়ে চিন্তা করে সবার ফলাফল যাতে ভাল হয় সেদিকে লক্ষ রাখছেন।তিনি দাবী করছেন সব ঠিক হয়ে যাবে,একটু সময় লাগবে।বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্বের কাছে জানতে চাওয়া হলে তারা এই বিষয়ে কোন মন্তব্য করতে চান নি।