আগামীকাল থেকে বাতিল হতে পারে এনজেপী হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস

উত্তরবঙ্গ: অশান্ত হাওড়া,তাই আগামীকাল থেকে বাতিল হতে পারে এনজেপী হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস।জানা গেছে গতকাল থেকে শুরু হওয়া অশান্তির কারনে বন্ধ আছে অনেককিছুই। ট্রেনও নিয়মিত ভাবে চলছে না হাওড়াতে। বন্ধ ইন্টারনেট পরিসেবা।তাই যাত্রীরা গতকাল রাত্রেই ষ্টেশনে এসে বাতিল করে দিচ্ছেন তাদের টিকিট। শুধু হাওড়াই নয় বহু যাত্রী এসে দার্জিলিং মেল এবং পদাতিক এক্সপ্রেসের টিকিটও বাতিল করে দিচ্ছেন।

    এন জেপী ষ্টেশন মাষ্টার অনিল শ্রীবাসতব জানিয়েছেন গতকাল দুপুর থেকেই যাত্রীদের টিকিট বাতিল করবার ধুম পড়ে যায়,হাওড়া তো অনেক দুর শেয়ালদাগামী ট্রেনেও উঠতে ভয় পাচ্ছেন অনেকেই।যেসব পর্যটক আছেন উত্তরবঙ্গে তারাও তড়িঘড়ি তাদের ট্যুর বাতিল করে ফিরে যাচ্ছেন।এনজেপী রেল দপ্তর থেকে জানানো হয়েছে,পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে,যদি দেখা যায় অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে তাহলেই হয়ত ট্রেন বাতিল করা হতে পারে।