|
---|
জলপাইগুড়ি: রাজগঞ্জের চা শ্রমিকের ছেলে অনিস রায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত নম্বর পেয়েছে। সে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 474 নম্বর পেয়েছে। তার বাবার নাম অলক রায়, পেশায় তিনি একজন চা শ্রমিক। তার সামান্য আয়ের থেকেই সংসার চলে। ফাটাপুকুর সারদামণি স্কুলের ছাত্র অনিস
এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত সাফল্য পেয়েছে সে। ভবিষ্যতে সে ভূগোল নিয়ে পড়াশোনা করতে চায়, ইচ্ছে আছে সরকারি চাকরি করার। তবে এই বিষয়ে সে জানিয়েছে সরকারি সাহায্য না পেলে তার পক্ষে পড়াশোনা চালানো কষ্টকর হয়ে উঠবে।